ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার নিয়ে সুখবর নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭ , ০৮:৫৭ পিএম


loading/img

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তেমন কোনো সুখবর নেই বললেই চলে। তবে বেশ কয়েকটি উদ্যোগের কথা জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে স্টার্ট-আপ নতুন কোম্পানির মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টানেটিভ ইনভেস্টমেন্ট) রুলস ও প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুঁজিবাজারে লেনদেনে স্বচ্ছতা আনায়নের লক্ষ্যে আধুনিক সার্ভেইল্যান্স সিস্টেমও এরইমধ্যে স্থাপন করা হয়েছে।  ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পুঁজি গঠনে সহায়তার লক্ষ্যে স্মল ক্যাপ বাজার গঠনের কাজ চলছে।  এর অংশ হিসেবে এরইমধ্যে একটি আইন প্রণয়ন করা হয়েছে।

তিনি আরো বলেন, নতুন পণ্য এক্সচেঞ্জ ট্রেডেট ফান্ড গঠন করার জন্যও আইন করা হয়েছে।  পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদে উন্নয়নের লক্ষ্যে লেনদেন নিষ্পত্তির জন্য আলাদাভাবে ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয়েছে।  এছাড়া স্টক এক্সচেঞ্জের কারিগরি এবং পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের আওতায় কৌশলগত বিনিয়োগকারী অব্যাহত থাকবে।

বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। এবার বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। যা গেলোবারের চেয়ে ১৭ শতাংশ বেশি। এনবিআর বহির্ভূত সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৮ হাজার ৬২২ কোটি টাকা। কর বহির্ভূত খাত থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ৩১ হাজার ১৭৯ কোটি টাকা। অনুন্নয়নসহ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৬২ কোটি টাকা। ঘাটতি দেখানো হয়েছে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। 

বিজ্ঞাপন

এমসি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |